ঘুর্ণিঝড় রোয়ানু
- মোঃ হুমায়ুন কবির - পাপ ০৪-০৫-২০২৪

ফুঁসছে সাগর, দুলছে তরী, আসছে তেড়ে কে? রোয়ানু রেগে, আসছে বেগে, উপকূলে ধেয়ে; ক্ষিদের জ্বালাই ফোসছে যে সে, রাগে বেশি ঝাল! ওলট পালট করে কি আজ বানিয়ে দিবে টাল! গাছ-গাছালী, পাখ-পাখালী কিংবা নদী-নালা বাদ যাবে না মানুষ-টানুশ, বুড়ো, জোয়ান, শালা। বৃষ্টি যে আজ মুক্তমনা, পড়ছে জোরে বেশি; ঝড়ো হাওয়ার তালে যে রোয়ানু মশাই খুশি। বান ডেকেছে বৃষ্টি রাজি, পানিতে দিল ভাসায়! লুঙ্গী তুলে হাঠছে আজি আবুল কালাম কসাই; বাদ গেল না টুনা-টুনি, ছোটন, রবি, জনি- এক হাটুতে উঠেছে আজ বৃষ্টি ঝড়া পানি। রহম কর মোদের খোদা, চোখে ভয়ের ছাপ; পাপী আমরা, পাপের বোঝা, করে দাও মাফ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

kabirhpcb
২৪-০৫-২০১৬ ০২:৩৬ মিঃ

ধন্যবাদ

sazedul
২১-০৫-২০১৬ ১৯:০৫ মিঃ

ভাল